জাতীয়

১৯৭১ সালের ২০ মার্চ: ডামি রাইফেল নিয়ে রাজপথে কুচকাওয়াজ করে ছাত্র ইউনিয়ন

১৯৭১ সালের ২০মার্চ :  এ’দিন ঢাকায় ছাত্র ইউনিয়নের কয়েকশ’ নেতা-কর্মী ডামি রাইফেল নিয়ে কুচকাওয়াজে অংশ নেন। তারা সামরিক কায়দায় বন্দুক উঁচিয়ে রাজপথে মিছিল করেন। বিক্ষুব্ধ জনতা স্বতস্ফুর্তভাবে স্বাগত জানায় তাদের।
কুচকাওয়াজে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদ গাড়ীতে বাংলাদেশের পতাকা উড়িয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠক করতে যান। বৈঠকে জয়দেবপুরে নিরীহ বাঙালীর উপর সৈন্যদের নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ জানান বঙ্গবন্ধু। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঘটনা তদন্তের আশ্বাস দেন।
ইয়াহিয়া বঙ্গবন্ধু
আলোচনা শেষে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ভবন থেকে বের হয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের বলেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। কাল আবার বৈঠক হবে। তিনি এর বেশি কিছু বলতে অপারগতা জানিয়ে বলেন, সময় এলে অবশ্যই আমি সব কিছু বলব। এরপর রাতে এক বিবৃতিতে বঙ্গবন্ধু বলেন, স্বাধীন দেশের মুক্ত নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে বাংলার মানুষ প্রস্তুত রয়েছে। মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত। তিনি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান।
বঙ্গবন্ধু
এদিকে, লেফটেন্যান্ট জেনারেল আবদুল হামিদ খান ও জেনারেল টিক্কা খানের বৈঠকে চূড়ান্ত হতে থাকে অপারেশন সার্চ লাইটের নীল নকশা।
১৯৭১ ২০ মার্চ
এদিকে, গাজীপুর ও জয়দেবপুরের সশস্ত্র আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে শহর, পাড়া, মহল্লায়। কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয় ছাত্র-জনতা। দিনব্যাপী চলে সভা, সমাবেশ।

 

আরো পড়ুন:

১৯৭১ সালের ১৮ মার্চ: টিক্কা খান কর্তৃক গঠিত তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে বিবৃতি দেন বঙ্গবন্ধু

 

Related Articles

Leave a Reply

Back to top button