জাতীয়

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে ওএসডি

অবসর গমনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীনকে।

রোববার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সিনিয়র সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

গেল ১ জানুয়ারি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চেয়ারম্যান (সিনিয়র সচিব) হিসেবে যোগদান করেন তিনি।

এর আগে ২০২০ সালের ৫ মে থেকে ২০২২ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন আহমেদ মুনিরুছ সালেহীন।

পরবর্তীতে একই মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সাভির্সের নবম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে যোগদানের পূর্বে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

তিনি ১৮ বছর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ ও নীতিনির্ধারণী পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button