আন্তর্জাতিক

ট্রাম্পের কানে গুলি লাগা নিয়ে প্রশ্ন তুললেন গোয়েন্দা প্রধান

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভায় গত ১৪ জুলাই গুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হন। এছাড়া একটি গুলি এসে ট্রাম্পের কানে লাগে বলেও জানানো হয়। এমনকি ট্রাম্প নিজেই গুলি লাগার কথা বলেন। সূত্র: দ্য গার্ডিয়ান
তবে ট্রাম্পের কানে সেদিন গুলি লেগেছিল কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) প্রধান ক্রিস্টোফার রে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে গতকাল বুধবার ‘হাউজ জুডিশিয়ারি কমিটি’-তে নিজের স্বাক্ষ্য দেন এফবিআই প্রধান। ওই সময় ট্রাম্পের কানে গুলি লাগা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই কর্মকর্তা।
তিনি বলেন, “সাবেক প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়ে বলছি, এখানে কিছু প্রশ্ন রয়েছে তার কানে যেই বস্তুটি আঘাত হেনেছিল সেটি গুলি নাকি শার্পনেল ছিল।”
পেনসিলভানিয়ার বাটলারের সেই নির্বাচন সভায় গুলির পর নিজের স্বাস্থ্যগত অবস্থানটি এখন পর্যন্ত পরিষ্কার করেননি ট্রাম্প।
তিনি হোয়াইট হাউজের সাবেক চিকিৎসক এবং কংগ্রেসম্যান রনি জ্যাকসনের অধীনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন শুধুমাত্র এটি জানিয়ে একটি মেমো প্রচার করেছেন। কিন্তু যারা প্রত্যক্ষভাবে তার চিকিৎসা করেছেন তাদের প্রকাশ্যে কোনো কিছু বলতে দিচ্ছেন না।

Related Articles

Leave a Reply

Back to top button