জাতীয়

ট্রলারসহ ১৯ জেলেকে ফিরিয়ে আনলো কোস্টগার্ড

ইঞ্জিন (প্রোফেলর) বিকল হয়ে ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে হারিয়ে যাওয়া ট্রলারসহ ১৯ জেলেকে ফিরিয়ে আনলো বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম এ তথ্য জানান।

পরবর্তীকালে কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা ট্রলারটিকে নিয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি বেইস মোংলায় বৃহস্পতিবার প্রত্যাবর্তন করলে উদ্ধারকৃত ফিশিং ট্রলার ও জেলেদের ট্রলারের মালিকের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দুই দেশের পারস্পরিক সুসম্পর্ক শুধু জোরদারই করবে না বরং ভবিষ্যতে দুই দেশের কোস্টগার্ডের পারস্পরিক সহযোগিতাও অনেকাংশে বাড়বে বলে আশা প্রকাশ করে বাংলাদেশ কোস্টগার্ড।

 

Related Articles

Leave a Reply

Back to top button