অর্থ বাণিজ্য

ট্যারিফ কমিশন আইন সংশোধন বিলের রিপোর্ট দিতে সুপারিশ

বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন সংশোধন করতে সংসদে আনা বিল সংশোধিত আকারে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য স্থায়ী কমিটি থেকে সুপারিশ করা হয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। কমিটির সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন এবং সেলিম আলতাফ জর্জ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল, ২০১৯ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ এর সংশোধনকল্পে আনীত বিলটি সংশোধিত আকারে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য কমিটির মাধ্যমে সুপারিশ করা হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

Related Articles

Leave a Reply

Back to top button