খেলা

টেস্ট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ, বিদায়ী টেস্টে বাংলাদেশকে দিলেন বড় জয়

টেস্ট ক্রিকেটের এক যুগের ক্যারিয়ারের সমাপ্তি টানলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাদা পোশাককে তুলে রাখার ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এ অভিজ্ঞ অলরাউন্ডার।

আর বিদায়ী টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদকে বড় জয় উপহার দিল বাংলাদেশ। একমাত্র টেস্ট ২২০ রানে জিতে নিয়েছে টাইগাররা। রানের হিসেবে ২২০ রানের এই জয় বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম। সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের,  জিম্বাবুয়ের বিপক্ষেই। রিয়াদের কাব্যিক ইনিংস ছাড়াও বল হাতে জয়ে বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।

এর আগে হারারে টেস্টে ৩ উইকেটে ১৪০ রান করে চতুর্থ দিন শেষ করেছিল স্বাগতিকরা। এই টেস্ট জিততে শেষ দিনে রেকর্ড ৩৩৭ রান করতে হবে জিম্বাবুয়েকে। কারণ এই মাঠে এত বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড ছিলনা কারো।

শেষ দিন ব্যাটিংয়ে নেমে বেশ ভালোই শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে তাদের ইনিংস বেশিদূর এগোতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি স্পিনার ডিওন মায়ার্সকে ব্যক্তিগত ২৬ রানে সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে আউট করেন। এর তিন বল পরেই টিমিচেন মারুমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন মিরাজ। এরপর কাইয়াকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেছেন তাসকিন। চাকাবাকে বিদায় করলেন বোল্ড করে। দিশেহারা জিম্বাবুয়ে শেষদিকে প্রতিরোধের চেষ্টা করলেও একমাত্র টেস্টে বড় হার এড়াতে পারলনা।

হারারে টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগে গার্ড অব অনার দিয়েছেন তার সতীর্থরা। টেলিভিশন সম্প্রচারেও মাহমুদউল্লাহর অবসরের কথা নিশ্চিত করেছেন ধারাভাষ্যকাররা।

হারারে টেস্টের তৃতীয় দিনই মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন উঠে। তখন বিসিবি কিংবা মাহমুদউল্লাহর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমাকে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি। তবে একজন ফোন করে জানিয়েছে,  এই টেস্টের পর সে (মাহমুদউল্লাহ) টেস্ট খেলতে চায় না। ড্রেসিংরুমে নাকি সবাইকে সে এটা জানিয়েছে। কিন্তু আমার কাছে এটা খুবই অস্বাভাবিক লেগেছে। খেলা তো এখনও শেষ হয়নি!’

হারারে টেস্টে দল যখন চরম ব্যাটিং বিপর্যয়ে তখন এক প্রাপ্ত আগলে রেখে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রিয়াদ। টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা ইনিংসটাও খেলেন তিনি (অপরাজিত ১৫০ রান)। এরপরই বিভিন্ন মাধ্যমে সমালোচনা শুরু হয়, কেন আগের ১৬ মাস রিয়াদকে টেস্টের বাইরে রাখা হয়েছিল, এ নিয়ে।

তবে শেষ পর্যন্ত ৩৫ বছর বয়সী মাহমুদউল্লাহর সিদ্ধান্তে থেমে গেল ১২ বছরের পথচলা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টোনে টেস্ট অভিষেক হয়েছিল তার।

হারারে টেস্ট ছিল রিয়াদের ৫০তম টেস্ট। ক্যারিয়ারে ৩৩.৪৯ গড়ে তিনি ২ হাজার ৯১৪ রান করেছেন। সেঞ্চুরি ৫টি ও হাফসেঞ্চুরি ১৬টি। বল হাতে নিয়েছেন ৪৩ উইকেট।

Related Articles

Leave a Reply

Back to top button