ক্রীড়াঙ্গন

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রুবেল

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রুবেল নিজেই।

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা এই পেসার শুধু আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট নয়, খেলবেন না ঘরোয়া লিগের চারদিনের ক্রিকেটও। তবে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও চালিয়ে যাবেন ওয়ানডে ও টি-২০ ক্রিকেট।

২০০৯ সালে একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় রুবেলের। এরপর ২০০৯ সালের জুলাই মাসে টেস্ট অভিষেক হয়। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২০ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে।

তিনি সাদা পোষাকে মোট ২৭ টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৩৬ টি। রুবেল হোসেন বাংলাদেশ দলের এক সময় নিয়মিত ছিলেন। তবে বর্তমানে দীর্ঘ দিন ধরে আছেন জাতীয় দলের বাইরে।

Related Articles

Leave a Reply

Back to top button