জাতীয়

টেকনাফ সীমান্ত দিয়ে আরো ৪০ বিজিপি সদস্যের প্রবেশ

টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে দেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) অস্ত্র-সজ্জিত ৪০ জন সদস্য।

আজ শনিবার (৪ মে) ভোরে সাবরাংয়ের আচারবুনিয়া থেকে ১৪ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নেন। পরে নাজিরপাড়া থেকে আরও ৪ জন বিজিপি সদস্য আশ্রয় নেন।

নির্ভরযোগ্য সূত্র বলছে, শনিবার ভোরে দুই দফায় আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তারপর বাসে করে তাদের প্রথম ১৪ জনকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়। পরে আরও ২২ জনকেও একইস্থানে রাখা হয়। বাকি ৪ জনকে নিরস্ত্রকরণের কাজ করছে বিজিবি।

সর্বশেষ বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যকে নানা প্রক্রিয়া শেষ করে ফেরত পাঠায় বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button