
আন্তর্জাতিক
টুইটার থেকে পদত্যাগ করবেন ইলন মাস্ক !
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে পদত্যাগ করবেন ইলন মাস্ক। গত কয়েকদিন আগে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে তার পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগ এনে তাদের টুইটার অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করেন মাস্ক। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন, তার কড়া সমালোচনা করে জাতিসংঘ ও ইইউ। পরে ওই টুইটার অ্যাকাউন্টগুলো পুনর্বহাল করা হয়।
এই সমালোচনার রেশ কাটতে না কাটতেই টুইটারে আরেক নতুন একটি জনমত জরিপ শুরু করেন মাস্ক। তিনি স্বপদে বহাল থাকবেন নাকি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত জানতে টুইটার ব্যবহারকারীর মধ্যে জরিপ চালাচ্ছেন তিনি। একটি টুইটে মাস্ক জানতে চেয়েছেন, ‘আমার কি টুইটারপ্রধান হিসেবে পদত্যাগ করা উচিত? এ জনমত জরিপে যে ফলাফল আসবে তাই আমি মেনে নেব।’
জরিপে দেখা গেছে, ১ কোটি ৭০ লক্ষাধিক মানুষ ভোট দিয়েছেন, যেখানে সাড়ে ৫৭ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ এবং সাড়ে ৪২ শতাংশ মানুষ ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন। এদিকে কিছুক্ষণের মধ্যে এই জরিপে ভোট দেওয়ার সময় শেষ হয়ে যাবে। তাই এখন দেখার বিষয় ইলন মাস্ক কি টুইটারপ্রধান থেকে পদত্যাগ করবেন!