ক্রীড়াঙ্গন
টি- টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে কি না,এ বিষয়ে পরামর্শের জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছেন ( বিসিবি) সভাপতি

টি- টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে যাবে কি না, এ বিষয়ে পরামর্শের জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) সভাপতি , সহ-সভাপতি ও কয়েক জন বোর্ড পরিচালক।
এর আগে গতকালরাতে ক্রিকেটওয়েবসাইটেইএসপিএনক্রিক ইনফো এক প্রতিবেদনে দাবি করে, এক ভার্চ্যুয়াল বৈঠকে আইসিসি বিসিবি কে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে , বাংলাদেশের ম্যাচ গুলো ভারত থেকে সরিয়ে অন্য কোথাও নেয়া সম্ভব হচ্ছে না, বিশ্ব কাপ খেলতে হলে বাংলাদেশ কে অবশ্যই ভারতে যেতে হবে।না গেলে পয়েন্ট হাড়ানোর ঝুঁকি থাকবে।



