অর্থ বাণিজ্যকরোনা

টিসিবি এবং ভোক্তা অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারির ছুটি বাতিল

টিসিবি এবং ভোক্তা অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। সেই সঙ্গে পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে এই ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্ত।

 

বিশ্ব জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিস্তার রোধে সোমবার দেশে ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। এই সময়ে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। তবে হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে। পুলিশি সেবাও থাকবে।

কিন্তু নতুন করে এক প্রজ্ঞাপন অনুসারে জনস্বার্থে টিসিবি এবং ভোক্তা অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button