অপরাধ-আদালত

টিপু-প্রীতি হত্যা: খায়রুলের জামিন স্থগিত

রাজধানীর শাজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় মো. খায়রুল আলম ওরফে খায়রুলকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৯ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস (রূপা)।

এর আগে গত ১৭ অক্টোবর মো. খায়রুল আলম ওরফে খায়রুলকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

হাইকোর্টে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ কে এম ফয়েজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান (আসলাম)।

গত ৩০ জুলাই রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খায়রুলসহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

খায়রুল ছাড়া বাকিরা হলেন- জাতীয় পার্টির (জাপা) নেতা জুবের আলম খান রবিন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান টিটু ও আরিফুর রহমান সোহেল।

Related Articles

Leave a Reply

Back to top button