অন্য খবর

টানা ২৪ দিন করোনায় মৃত্যু নেই দেশে

সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টানা ২৪ দিন কারও মৃত্যু হয়নি।

আজ শনিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২০ এপ্রিলের পর থেকে করোনায় কারও মৃত্যুর খবর আসেনি। ভাইরাসটিতে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন।

এছাড়া গত একদিনে ২২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৯৭৯ জনে। এর আগের দিন শুক্রবার করোনা শনাক্ত হয়েছিল ১৮ জনের দেহে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button