Leadক্রীড়াঙ্গন

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল মেসির

লিওনেল মেসি জোড়া গোল করবেন আর দল হারবে এমনটা হয়! এবারও হয়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নৈপুণ্যে ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

এ নিয়ে মেসি মেজর সকার লিগে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন। গত মে মাসে মন্ট্রিয়েলের বিপক্ষে এই কীর্তি শুরু তার।

এরপর কলম্বাস, মন্ট্রিয়েল, নিউ ইংল্যান্ড ও ন্যাশভিলের বিপক্ষে করলেন জোড়া গোল। তার মধ্যে মন্ট্রিয়েলের বিপক্ষে দুইবার জোড়া গোল করেছেন ৩৮ দিনের ব্যবধানে।

এমএলএসের মাঝপথে মেসি মায়ামির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চারটি ম্যাচ খেলেছেন। তবে করতে পারেন মাত্র এক গোল, গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে।

বাংলাদেশ সময় রবিবার ভোরে ন্যাশভিলের বিপক্ষে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ১৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে মায়ামিকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয় গোলটি করেন ৬২ মিনিটে, প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে। তার আগে ৪৯ মিনিটে সমতায় ফিরেছিল ন্যাশভিল।

এ নিয়ে মায়ামি টানা পাঁচ ম্যাচ জিতল এমএলএসে। সেই সঙ্গে সাপোর্টার্স শিল্ডে পঞ্চম স্থানে উঠে এসেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। গত মৌসুমে প্রথমবার এই শিরোপা জিতেছিল মায়ামি।

এ নিয়ে মায়ামির হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৬৬ ম্যাচে ৫৫। তার মধ্যে এ মৌসুমের এমএলএসে ১৬ ম্যাচে করলেন ১৬ গোল। ২১ ম্যাচে সমান গোল করেছেন ন্যাশভিলের স্যাম সারিজ। এমএলএসের এই মৌসুমে সর্বোচ্চ গোলে শীর্ষে আছেন এ দুজন।

Related Articles

Leave a Reply

Back to top button