টানা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগে সাত দিন ধরে আমরণ অনশন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরই মধ্যে ক্যাম্পাসে এসেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৫ সদস্যের তদন্ত দল। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এমনকি কথাও বলেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে।
টানা এক সপ্তাহ ধরে আন্দোলনে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও মিছিলে উত্তাল পুরো ক্যাম্পাস।
ভিসির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও সাংবাদিকদের নিয়ে উপাচার্যের মন্তব্যের নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।
এদিকে, মঞ্জুরি কমিশনের তদন্ত দল বিশ্ববিদ্যালয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সব ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন দিয়েছেন।
শনিবার ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে বহিরাগতদের হামলায় ২০শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিদেন বৃহস্পতিবার জমা দেয়ার কথা রয়েছে।