করোনাজাতীয়জেলার খবর

টাঙ্গাইল ভাসানী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা

করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ‘রিয়াল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন’ (পিসিআর) মেশিন স্থাপন করা করবে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চলতি সপ্তাহেই এই মেশিন স্থাপন হবে বলে জানা যায়। অনুমোদন পেলে আগামী সপ্তাহে থেকেই পরীক্ষা শুরু করা হবে।

এ বিষয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) টাঙ্গাইল সার্কিট হাউজে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ তথ্য জানানো হয়।

বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান মাসুদার রহমান জানান, বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞ জনবল এবং অন্যান্য সকল সুবিধা রয়েছে। আরটিপিসিআর মেশিন এ সপ্তাহের মধ্যেই এসে যাবে। পরীক্ষার জন্য লিখিত আবেদন করা হলে তা যাতে দ্রুত সময়ের মধ্যে অনুমোদন হয়ে আসে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুমোদন পেলে আগামী সপ্তাহেই করোনাভাইরাস সংক্রমণ সনাক্ত পরীক্ষা শুরু করা যাবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের প্রফেসর ড. মো. মাসুদার রহমান, পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা (ইএসআরএম) বিভাগের অধ্যাপক মো. এএসএম সাইফুল্লাহ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম ও এসএম রাহাত হোসাইন।

 

Related Articles

Leave a Reply

Back to top button