ক্রীড়াঙ্গন

টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

এবারের বিশ্বকাপে প্রথমবারের মত টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। এর আগে দুর্দান্ত খেলা উপহার দিয়ে জাপান-ক্রোয়েশিয়া দুই দলই এক গোল করে সমতায় থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে।

সোমবার (৫ ডিসেম্বর) দোহার আল জানোব স্টেডিয়ামে ম্যাচে প্রথমার্ধের ৪৩তম মিনিটে জাপানকে এগিয়ে দেন স্ট্রাইকার ডায়জেন মায়েদা। তবে দ্বিতীয়ার্ধে এসে গোল করে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের পক্ষে গোল করেন ইভান পেরিসিচ, খেলার ৫৫তম মিনিটে। ফলে নির্ধারিত সময়ের ১-১ গোলে সমতায় শেষ হয় খেলা।

এরপর অতিরিক্ত সময়ের ৩০ মিনিট খেলা মাঠে গড়ালেও কোনো দল গোল আদায় করতে পারেনি। ফলে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো টাইব্রেকারের গড়ায় খেলা।

টাইব্রেকারে জাপানের ৩টি পেনাল্টি শট অসাধারণভাব রুখে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ।

এর ফলে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিলো জাপান আর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ক্রোয়েশিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button