খেলা

টাইগারদের শুভকামনা জানালো আর্জেন্টিনা

আইসিসি ১৩তম ওয়ানডে বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ আয়োজনে টাইগারদের শুভকামনা জানিয়েছে আর্জেন্টিনা

শুক্রবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে টাইগারদের শুভকামনা জানিয়েছে আলবিসেলেস্তারা।

ফেসবুক পেজে এএফএ লিখেছে, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা, তারা ২০২৩ আইসিসি বিশ্বকাপের যাত্রা শুরু করছে। চ্যাম্পিয়ন হওয়ার চেতনা আপনাদের জয়ের পথে পরিচালিত করুক।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে মেসিদের জন্য বাংলাদেশিদের উন্মাদনা বিশ্ব গণমাধ্যমে ভাইরাল হয়েছিল। যা বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্কেও বেশ প্রভাব রাখে। সর্বশেষ গত মার্চে লাল-সবুজের দলপতি সাকিবের জন্য দেশটির একটি জার্সি পাঠিয়েছিল তারা। আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সাকিবের হাতে তা তুলে দেন।

Related Articles

Leave a Reply

Back to top button