খেলা

টাইগারদের বিপক্ষে খেলবেন না বেন স্টোকস!

এ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা।
কিন্তু বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের একাদশে দেখা যাবে না দলটির তারকা ক্রিকেটার বেন স্টোকসকে। চোটের কারণে কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারেননি স্টোকস। তবে বাংলাদেশ ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল ইংলিশ এই ক্রিকেটারের। টাইগারদের বিপক্ষে সেই ম্যাচে স্টোকসকে খেলাবে না ইংল্যান্ড।
ধারণা করা হচ্ছে, স্টোকসের না খেলার কারণ ধর্মশালার মাঠ। এই মাঠের আউটফিল্ড খেলার জন্য ঝুঁকিপূর্ণ। ইনজুরিপ্রবণ স্টোকস মাঠে নামলে যে কোনো পরিস্থিতিতে নিজের শতভাগ উজার করে দেন। ধর্মশালার আউটফিল্ড স্টোকসের জন্য ক্ষতির কারণ হতে পারে ভেবে তাকে বাইরে রাখার সিদ্ধান্ত ইংল্যান্ড নিয়েছে। সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Back to top button