ক্রীড়াঙ্গন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পর পর দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে রাখে ভারত। উভয় দলের বিপক্ষে টানা দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তাই ভারতকে মোকাবেলায় আজকে তেমন কিছুই পাওয়ার নেই লাল-সবুজের দলের। প্রতিবেশী দেশের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। এমন ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এশিয়া কাপের এই আসরে এখন পর্যন্ত সবগুলো ম্যাচেই আগে ব্যাট করেছে ভারত। পরে ব্যাটিং করেনি। আর তাই এমন সিদ্ধান্ত। রবি শাস্ত্রিকে বলেছেন, আমরা টুর্নামেন্টে এখনও আলোর নিচে ব্যাট করিনি। আজ সেটা দেখার সুযোগ। দেখি আমরা কি করতে পারি।
টস জিতলে সাকিব আল হাসান কি করতেন? রবি শাস্ত্রির এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, দ্বিধায় ভুগছিলেন তিনি। তবে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দলে এসেছে কয়েকটি পরিবর্তন। সঙ্গে অভিষেক হচ্ছে যুব বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিবের।
টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলায় মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন বলে আজ খেলছেন না তিনি।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কেএল রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ।

Related Articles

Leave a Reply

Back to top button