ক্রীড়াঙ্গন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অ্যান্টিগায় প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে গেছে বাংলাদেশের। দ্বিতীয় টেস্ট ম্যাচে টস হেরে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

প্রথম টেস্টে ম্যাচের শুরুতেই ছিটকে পড়েছিল বাংলাদেশ। এবার সেটি এড়াতে চান সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘আমাদের ফোকাস থাকবে প্রথম দুই ঘণ্টায়। সেটা আমরা ব্যাটিং করি বা বোলিং করি। তারপর থেকে আমাদের ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। প্রথম দুই ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব। ’

দুই টেস্টের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচ থেকে মোটে ১৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের সবার শেষে আছে বাংলাদেশ। আর ৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট ছয়ে অবস্থান করছে উইন্ডিজ।

Related Articles

Leave a Reply

Back to top button