ক্রীড়াঙ্গন
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের সুপার টুয়েলভপর্বে আজ (বৃহস্পতিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ।
সিডনি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অর্থাৎ বাংলাদেশ ফিল্ডিং করবে।
তাসকিন আহমেদ বল হাতে ইনিংসের সূচনা করেন। প্রথম ওভারের শেষ বলে তিনি দুর্দান্ত সুইংয়ে পরাস্ত করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে।
বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে ধরা পড়েন বাভুমা (২)। দলীয় ২ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে জয়ের দ্বারপ্রান্তে থাকলেও বৃষ্টির কারণে ফল বের হয়নি। তাই পয়েন্ট ভাগাভাগি করতে হয় টেম্বা বাভুমার দলকে।
তবে সুখবর হলো, সিডনির আকাশ ওতটা অন্ধকার হয়নি। বৃষ্টিবাধায় পড়লেও দ্রুতই শুরু করা গেছে খেলা।