ক্রীড়াঙ্গন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের প্রথম ম্যাচ শুরু হচ্ছে আজ রবিবার (১৫ মে)। এতে বাংলাদেশের বিপক্ষে টস জিতেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। টস জিতে সফরকারীরা টাইগারদের ফিল্ডিংয়ে পাঠিয়েছে।

এদিকে, প্রথম টেস্টের আগে সাকিব আল হাসানকে নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তা ছিল। কিন্তু  করনা মুক্ত হয়ে খেলায় অংশ নিয়েছেন তিনি।

বাংলাদেশ একাদশে খেলছেন, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

শ্রীলঙ্কা একাদশে খেলছেন, দিমুথ করুনারত্নে, ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান দিকবেলা, রামেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাসিথ এম্বুলদেনিয়া ও বিশ্ব ফার্নান্দো।

Related Articles

Leave a Reply

Back to top button