ক্রীড়াঙ্গন

টস জিতে ফিল্ডিংয়ে মাশরাফিরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের প্রথম খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টস হেরে ব্যাট করছে চট্টগ্রাম।
শুক্রবার (৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে নাগরিক টিভিতে।
টস জিতে সিলেট অধিনায়ক বলেন, আমরা ভালো অনুশীলন করছি, দলে ভালো অলরাউন্ডার আছে, বিদেশি খেলোয়াড়রাও এখানে আছে।
চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম বলেন, ‌‘প্রথমে ব্যাট করতে পেরে খুশি। স্কোরবোর্ডে একটি ভালো রান যোগাড় করতে হবে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আশা করছি ছেলেরা ভালো করবে। ১৪০-১৫০ এর উইকেট মনে হচ্ছে, সেটাই করতে চাই।’

Related Articles

Leave a Reply

Back to top button