ক্রীড়াঙ্গন

টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

পর্দা উঠল এশিয়া কাপের ১৫তম আসরের। উদ্বোধনী ম্যাচে টস জিতে শ্রীলংকার বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

আজ শনিবার, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আফগান ক্যাপ্টেন মোহাম্মদ নাবি টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন।

এশিয়া কাপের ১৫তম আসরে, ছয় দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপ। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান আর বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান।

আফগান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নাবি (অধিনায়ক), রশিদ খান, ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফারুকি।

শ্রীলংকা একাদশ: দানুশকা গুনাথিলাকা, নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, দিলশান মধুশঙ্কা, মাথিসা পাথিরানা।

এবারের আসরে রবিবার (২৮ আগস্ট) মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর বাংলাদেশ তাদের এবারের এশিয়া কাপের মিশন শুরু করবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

Related Articles

Leave a Reply

Back to top button