বিনোদুনিয়া
ঝড় তুললেন জয়া আহসান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দুটি ছবি প্রকাশ করে, অন্তর্জালে ঝড় তুললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
ছবিতে দেখা যাচ্ছে, একটি সাদা টপ ও জিনস পরে ক্যামেরায় পোজ দিয়েছেন জয়া। হালকা মেকআপ, খোলা চুলে নজর কেড়েছেন তিনি।
অনেকের ধারণা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন- জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে, এজন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা। জয়ার কোমলতার প্রশংসা সবার মুখে।