জাতীয়

ঝড়ে লণ্ডভণ্ড গাইবান্ধা, ৫ প্রাণহানি

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড গাইবান্ধা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার (৪ এপ্রিল) বেলা ৩টার দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও পলাশবাড়িসহ বিভিন্ন উপজেলায় হটাত শুরু হওয়া ঝড়ে ঘরবাড়ি-গাছপালা ভেঙে পড়লে তারা নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। তিনি জানান, হটাত বয়ে যাওয়া দমকা হাওয়ায় বিভিন্ন জায়গায় বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়াসহ ধানের জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া বাতাসে গাছ ভেঙে পড়ায় সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

তিনি আরও জানান, ঝড়ে বিভিন্ন সড়কে ভেঙে পড়া গাছ অপসারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তবে তাত্ক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও পলাশবাড়িসহ বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড গতির বাতাসে কাচা-পাকা ঘর ভেঙে পড়াসহ উড়ে গেছে টিনের চালা। এ ছাড়া আমের মুকুল, লিচু ও জমির আমন ধানের গাছসহ বিভিন্ন জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও গাছ ভেঙে সড়কের ওপরে পড়ায় যোগাযোগ বন্ধ হওয়ার খবরও পাওয়া গেছে।

রবিবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত থেমে থেমে চলে ঝোড়ো হাওয়া। সঙ্গে ছিল দমকা বাতাস। সেই সঙ্গে কোনো কোনো এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের খবরও পাওয়া গেছে। বাতাসের পর পরেই বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button