বিনোদুনিয়া

জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’

২০১৩ সাল থেকে কলকাতার সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান। এবং দুই বাংলাতেই তার রয়েছে বেশ সুনাম। সেখানকার প্রথম সারির অভিনেত্রীতে পরিণত হয়েছেন জয়া।

এবার আরো একটি সিনেমায় কাজ শুরু করছেন জয়া। সিনেমার নাম ‘পুতুলনাচের ইতিকথা’। মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। বানাচ্ছেন সুমন মুখোপাধ্যায়।

এই সিনেমায় জয়া আহসান অভিনয় করবেন কুসুম নামের চরিত্রে। তার সঙ্গে সিনেমাটিতে থাকছেন টালিউডের প্রথম সারির দুই তারকা আবির চ্যাটার্জি ও পরমব্রত চ্যাটার্জি। তাদের দু’জনের চরিত্রের নাম যথাক্রমে শশী ও কুমুদ।

নির্মাতা সুমন জানিয়েছেন, সিনেমাটিতে শশী তথা আবিরের চরিত্রটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তার ভাষ্য, ‘আমার মতে মানিকবাবুর সৃষ্টির মধ্যে শশী অসম্ভব জোরালো একটা চরিত্র।’

Related Articles

Leave a Reply

Back to top button