আন্তর্জাতিক

জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান, কিয়েভ যাচ্ছেন না বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বেশ কিছুদিন ধরে কিয়েভ সফরে যেতে অনুরোধ জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু জেলেনস্কির সেই অনুরোধ প্রত্যাখ্যান করলেন বাইডেন। [সূত্র: বিবিসি]

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফরে যাচ্ছেন না বলে ঘোষণা দিয়েছে করেছে হোয়াইট হাউজ।

কিন্তু সোমবার রাতে হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার (১৯ এপ্রিল) তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে ভার্চ্যুয়ালি কথা বলবেন। সেখানে তিনি রাশিয়াকে আরো বেশি একঘরে করে রাখার উপায় নিয়ে আলোচনা করবেন।

সম্ভাব্য ভিডিও কলে রাশিয়ার বিরুদ্ধে আরো বেশি নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়েও কথা হবে বলে বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ। এছাড়া প্রেসিডেন্ট বাইডেন না গেলেও পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিরক্ষামন্ত্রীর মতো পদস্থ কোনো কর্মকর্তাকে কিয়েভে পাঠানো হবে।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button