Leadঅপরাধ-আদালতঢাকা

জুলাই রেবেলস’ সদস্যের ওপর হামলায় গ্রেপ্তার ২

‘জুলাই রেবেলস’ সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রবিবার (১৪ ডিসেম্বর) তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, মো. মাসুম ও মো. ফাহিম খান।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় দুর্বৃত্তরা জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে কাছের একটি বেসরকারি হাসপাতাল পাঠানো হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

মামলার সুষ্ঠু তদন্ত ও এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button