জাতীয়সাহিত্য ও বিনোদন

জুলাইয়ে অনুষ্ঠিত হবে ‘নিউ ইয়র্ক বাংলা বই মেলা’

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউ ইয়র্ক বাংলা বই মেলা- ২০২৩’। আগামী ১৪-১৭ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ৩২তম এই মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় ‘নিউ ইয়র্ক বাংলা বইমেলা’র এর আয়োজক সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক বাংলা বই মেলার আহ্বায়ক ড. আবদুন নূর জানান, গত ৩১ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়মিত এই মেলার আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন৷ ১৯৯২ সালে বিশ্বজিত সাহার একক প্রয়াসে এই মেলার যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবার ১৪ থেকে ১৭ জুলাই ৩২তম ‘নিউ ইয়র্ক বাংলা বইমেলা’র আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, লেখক, পাঠক, প্রকাশকরা বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টির আধুনিক চর্চার অঙ্গিকার নিয়ে ‘নিউ ইয়র্ক বাংলা বইমেলা’য় অংশ নিবেন। মেলায় নতুন বই নিয়ে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হবে। এতে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন হবে।
‘নিউ ইয়র্ক বাংলা বইমেলা’য় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে বাংলাদেশ থেকে ২৫টি প্রকাশনা সংস্থা নথিভুক্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা মেলার উদ্বোধন করার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button