জেলার খবর

জুট মিলের গোডাউনে মিললো ২০ হাজার মেট্রিক টন চাল

বাগেরহাটের ফকিরহাটে বেশি লাভে বিক্রির জন্য মজুত ২০ হাজার মেট্রিক টন চাল জব্দ করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার লখপুর এলাকার এএমএম জুট মিলের গোডাউন থেকে এ চাল জব্দ করা হয়।

অবৈধ মজুতের অপরাধে গুদামের দায়িত্বে থাকা অলোক চক্রবর্তী নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম এ আদেশ দেন।

এ সময় র‌্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দৌজা, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সুজাত হোসেন খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button