বিনোদুনিয়া

জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন সানি

অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে নায়ক ওমর সানিকে পিস্তল বের করে হুমকি দেওয়ায় ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সানি। এছাড়া এ ঘটনায় প্রয়োজনে জিডি করবেন বলে জানিয়েছেন নায়ক ওমর সানি।

ওমর সানি বলেন, শিল্পী সমিতিতে অনেকেই আমার মুরব্বি। আবার আমাকেও কেউ কেউ মুরব্বি মনে করেন। তাদের সবার সঙ্গে কথা বলবো।

আজ (রোববার) শিল্পী সমিতিতে অভিযোগপত্র দিয়েছেন বলে জানান তিনি। বলেন, শিল্পী সমিতিতে অনেকেই আমার মুরব্বি। আবার আমাকেও কেউ কেউ মুরব্বি মনে করেন। তাদের সবার সঙ্গে কথা বলবো। মুরব্বিদের প্রতি আমার আস্থা আছে। দেখি তারা কী বলেন। তারপর জিডি করব।

এ বিষয়ে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কথা বলেছেন বলেও জানান সানি।

তিনি আরও বলেন, সমিতির সঙ্গে বসে বিষয়টি সুরাহা করতে চাই।

গত শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছিল ঢাকাই ছবির খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠান। যেখানে উপস্থিত হন ১০ হাজারের মতো অতিথির সামনে চিত্রনায়ক ওমর সানি জায়েদ খানের গালে চড় মেরেছেন। জায়েদ খানও নিজের কোমর থেকে পিস্তল বের করে গুলি করতে গিয়েছেন ওমর সানিকে।

আর এমন জমকালো আয়োজনে ঘটেছে অপ্রীতিকর ঘটনা, যা নিয়ে হতভম্ব চলচ্চিত্রাঙ্গন।

ওমর সানী বলেন, কিছুদিন আগে আমার বউয়ের (চিত্রনায়িকা মৌসুমী) সঙ্গে খারাপ আচরণ করেছে জায়েদ। তাকে আমি মনে মনে খুঁজতেছিলাম। ডিপজলের ছেলের বিয়েতে দেখা হয়ে গেলে নিজের রাগ আর সামলাতে পারিনি। কিন্তু চড় মারার পর জায়েদ পিস্তল বের করে আমাকে গুলি করতে চেয়েছিল। এটা তখন সেখানে থাকা সবাই দেখেছে।

তবে পিস্তল বের করে গুলি করা কিংবা ওমর সানির চড় মারার বিষয়টি অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি বলেন, না এ ধরণের কিছু ঘটেনি। এ বিষয়ে এখন কিছু বলতে চাই না। সূত্র: যুগান্তর

Related Articles

Leave a Reply

Back to top button