জাতীয়

জাহাজের ডকেই জিম্মি নাবিকরা পড়লেন ঈদের নামাজ

জাহাজেই ঈদের নামাজ আদায় করেছেন সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা। একসঙ্গে ঈদ জামাত আদায় করার পাশাপাশি এদিন জলদস্যুদের কাছ থেকে ভালো খাবার পেয়েছেন তারা।

জাহাজের মালিক পক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজ বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১১টায় জাহাজের ডকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তারা। এর হাসিখুশি মুখে ছবি তোলেন তারা।

যে ছবি এরইমধ্যে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

জানা গেছে, জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ বর্তমানে সোমালীয় জলসীমায় অবস্থান করছে। সোমালিয়াসহ ওই অঞ্চলের দেশগুলোতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঈদের নামাজ আদায়ের জন্য এদিন নাবিকদের জাহাজের ডকে যাওয়ার সুযোগ দেয় দস্যুরা। এছাড়া ঈদ উপলক্ষে নাবিকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button