
জার্সিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে অবস্থিত স্বশাসিত দ্বীপ জার্সিতে একটি অ্যাপার্টমেন্টে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ অন্তত ১২ জন। খবর: বিবিসি।
স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
জার্সির প্রধান পুলিশ কর্মকর্তা রবিন স্মিথ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি দুঃখের সঙ্গে বলতে চাই, ৩ জন নিহত হয়েছেন।’ তিনি আরও জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জরুরি সার্ভিস বিভাগের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
রবিন স্মিথ বলেন, বিস্ফোরণের পর ৩-তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। ঘটনাস্থল থেকে ২০ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জার্সির মুখ্যমন্ত্রী, ক্রিস্টিনা মুর, জরুরী কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং ভবনের বাস্তুচ্যুত বাসিন্দাদের থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।
জার্সি ব্রিটিশ রাজার অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং সেখানে এক লাখের মতো মানুষের বসবাস।