
জার্মানিতে সাড়ে ৮ হাজার মানুষকে টিকার বদলে স্যালাইন পুশ
করোনা টিকার পরিবর্তে, প্রায় সাড়ে ৮ হাজার মানুষকে স্যালাইনের পানি পুশ করার অভিযোগ উঠেছে জার্মানিতে। খবর: ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
গত বসন্তে এ ঘটনা ঘটলেও তা জানা গেছে সম্প্রতি। এ নিয়ে তদন্তে নেমেছে জার্মান পুলিশ।
প্রতিবেদনে বলা হয়েছে, মানবদেহে স্যালাইন প্রবেশ ক্ষতিকর কিছু নয়। তখন সেখানকার বেশিরভাগ বয়স্ক ব্যক্তি টিকা নিয়েছিলেন। আর তারাই এখন করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ ভুক্তভোগী ৮ হাজার ৬০০ জনকে ফের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে গত মঙ্গলবার একটি নির্দেশনা জারি করে।
জানা গেছে, জার্মানের নর্থ সি কোস্ট এলাকায় প্রায় আট হাজার ৬০০ মানুষ টিকার বদলে শুধু স্যালাইন পেয়েছেন। রেড ক্রসের এক নার্স করোনা টিকার বদলে তাদের এই স্যালাইনের পানি পুশ করেন। তবে এতে অভিযুক্ত নার্সের উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং তাকে নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।



