অন্য খবর

জামিন পেলেন পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার শিল্পার স্বামী রাজ কুন্দ্রা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতারের দুই মাস পর জামিন পেলেন। খবর: এনডিটিভি

সোমবার (২০ সেপ্টেম্বর) তাকে জামিন দেন ভারতের মুম্বাইয়ের আদালত।

রাজের জামিনের পর তার আইনজীবী নিরঞ্জন মুন্ডের্গি জি-নিউজকে বলেন, ‘ইতোমধ্যেই শেষ হয়েছে পুলিশের তদন্ত। চার্জশিটও পেশ করা হয়েছে। চার্জশিটে রাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে সবচেয়ে বেশি সাত বছরের কারাদণ্ড হতে পারে তার। ’

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার জামিনের আবেদন করেছিলেন রাজ। সেখানে তিনি বলেন, তাকে ফাঁসানো হচ্ছে। তিনি যে পর্নোগ্রাফি তৈরির সঙ্গে যুক্ত, তার কোনো প্রমাণ সাপ্লিমেন্টারি চার্জশিটে নেই।

ভারতীয় সম্প্রচারমাধ্যমে রাজের আইনজীবী বলেন, পুলিশের তদন্ত ইতোমধ্যেই শেষ হয়েছে। চার্জশিটও পেশ করা হয়েছে। চার্জশিটে রাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে সবচেয়ে বেশি সাত বছরের কারাদণ্ড হতে পারে তার।

এর আগে, মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ, গত ১৯ জুলাই পর্নো ভিডিও তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজকে গ্রেফতার করে।

Related Articles

Leave a Reply

Back to top button