জামিন পেলেও আদালতের নির্দেশে চলতে হবে আরিয়ানকে

টানা ২৬ দিন পর মাদককাণ্ডে জামিন পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখপুত্র আরিয়ান খান। কিন্তু জামিনে বন্দিদশা থেকে মুক্তি মিললেও আদালতের বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হবে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, আরিয়ানের পাসপোর্ট জমা রাখতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতের কাছে। প্রত্যেক শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতরে হাজিরা দিতে হবে।
কোনও অভিযুক্ত বা সাক্ষীর সঙ্গে নিজে বা অন্য কারও মাধ্যমে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান।
বিশেষ আদালতে বাকি থাকা বিচার প্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে পারবেন না আরিয়ানসহ কোনও অভিযুক্তই।
প্রত্যেকটি নির্দেশই বর্তমানে মেনে চলতে হবে আরিয়ানকে। মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে মুক্তি পেয়ে ‘মান্নাত’-এ ফিরলেও আপাতত পুরোপুরি স্বাচ্ছন্দে থাকতে পারবেন না আরিয়ান।
উল্লেখ, মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে (এনসিবি) এনসিবি। এরপর দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেফতার দেখায় এনসিবি।গ্রেফতারের পর আরিয়ানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করে এনসিবি।



