Leadরাজকূট

জামায়াত জোটে ভাঙনের নেপথ্যে অবিশ্বাস ও কতৃত্ব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১-দলীয় ইসলামপন্থি জোট ভেঙে গেল। এই জোটের মূল লক্ষ্যই ছিল বিএনপিকে মোকাবিলা করা। কিন্তু এখন নিজেরাই পড়েছে বিপাকে।

জোট থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণায় আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এটিকে জোটটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, এই ভাঙনের নেপথ্যে রয়েছে মূলত নেতাদের অবিশ্বাস ও কতৃত্ব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মূলত বিএনপি নেতৃত্বাধীন জোটের মোকাবিলায় ইসলামপন্থি দলগুলোর এই জোট গঠিত হয়। দীর্ঘদিন বিএনপির মিত্র থাকা জামায়াতে ইসলামী ছিল এই জোটের অন্যতম প্রধান উদ্যোক্তা।

জামায়াতে ইসলামীর যুক্তি ছিল—ইসলামপন্থি দলগুলো ঐক্যবদ্ধ হলে বিএনপির জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার বিপরীতে একটি শক্তিশালী ইসলামী আদর্শিক বিকল্প গড়ে তোলা সম্ভব হবে।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া জোটের জন্য বড় ধাক্কা। এই জোটের মূল লক্ষ্যই ছিল বিএনপিকে মোকাবিলা করা। বর্তমান পরিস্থিতিতে জামায়াত-নেতৃত্বাধীন এই জোট ভালো ফল করতে পারবে বলে মনে হয় না। বিভক্তির কারণে ভোট ভাগ হবে, যার সুফল শেষ পর্যন্ত বিএনপিই পাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ জানান, ‘এক বাক্স এক প্রার্থী’ কৌশলের মূল প্রবক্তা তাদের দল। অর্থাৎ সব ইসলামপন্থি শক্তিকে এক ছাতার নিচে এনে প্রতিটি আসনে একজন করে প্রার্থী দেওয়ার পরিকল্পনাটি তাদেরই ছিল।

তিনি জানান, শুরুতে পাঁচটি ইসলামপন্থি দল নিয়ে জোট গঠিত হয়। পরে জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপিতে যোগ দিয়ে জোট ছাড়ে। এর পর জামায়াতসহ আরও ছয়টি দল যুক্ত হয়ে জোটটি ১১ দলে পরিণত হয়।

তবে ইউনুস আহমদের অভিযোগ, জামায়াত আমাদের সঙ্গে অন্যায় আচরণ করেছে। তারা ‘বড় ভাই’সুলভ আচরণ করেছে এবং আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের এক উপদেষ্টা বলেন, বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাদের জোটে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ‘জোটের স্বার্থে’ তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

তার মতে, এই ভাঙনের পেছনে মূল কারণ ছিল বিভাজন ও পারস্পরিক অবিশ্বাস, যার দায় তিনি জামায়াতের ওপর চাপান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জামায়াত একতরফাভাবে তিনটি নতুন দলকে জোটে যুক্ত করে এবং আলোচনা ছাড়াই আসন বণ্টন শুরু করে।

তিনি বলেন, তারা এমনভাবে আসন ভাগ করছিল, যেন ৩০০ আসনের মালিক তারাই। এই আচরণ ছিল অপমানজনক ও কর্তৃত্ববাদী। আমরা জোটে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আর কোনো সহায়ক পরিবেশ ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজনীতিতে এ ধরনের ঘটনা ঘটতেই পারে।

স্বাধীনতার পর ১৯৭২ সালে ধর্মভিত্তিক অন্যান্য দলের সঙ্গে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয়। ১৯৮৬ সালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দলটি আবার নির্বাচনী রাজনীতিতে ফিরে আসে।

১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলাম সর্বোচ্চ সাফল্য পায়। দলটি ১২ দশমিক ১৩ শতাংশ ভোট পেয়ে ১৮টি আসনে জয়লাভ করে। ২০০১ সালে পায় ১৭টি আসন।

দলটি ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করে এবং ২০১৮ সালে বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে।

২০১৩ সালে উচ্চ আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও ২০২৫ সালের জুনে প্রতীকসহ নিবন্ধন পুনর্বহাল হয়।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিকড় ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে। এর প্রতিষ্ঠাতা ছিলেন চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম। ২০০৬ সালে তার মৃত্যুর পর দলটির নেতৃত্বে আসেন তার ছেলে সৈয়দ রেজাউল করিম।

২০০৮ সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিবন্ধন শর্ত পূরণ করতে দলটি বর্তমান নাম গ্রহণ করে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আইএবি ১৯৯৬ সালের জুনের নির্বাচনে ১১ হাজার ১৫৯ ভোট পায়। ২০১৮ সালের নির্বাচনে তারা ১২ লক্ষাধিক ভোট পায়, যা আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের পর তৃতীয় সর্বোচ্চ। যদিও ওই নির্বাচনে ভোটের আগের রাতে ব্যাপক ব্যালট বাক্স ভরার অভিযোগ ছিল। দলটি ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনও বর্জন করে।

Related Articles

Leave a Reply

Back to top button