আন্তর্জাতিক

জাপানে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা

জাপানে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর: বিবিসি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে দেশটির ওসাকা শহরের একটি ৮তলা বিল্ডিংয়ের চতুর্থ অথবা পঞ্চম তলায় আগুন লাগে।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ আগুন নিভাতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। তবে অন্তত ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করছেন তারা।

এদিকে, জাপান টাইমসের খবরে বলা হয়েছে, ওসাকা মিউনিসিপ্যাল ফায়ার ডিপার্টমেন্ট সকাল ১০ টা ২০ মিনিটে সেন্ট্রাল ওসাকার কিতাশিঞ্চি জেলায় আগুন লাগার খবর পায়। জানা গেছে, ভবনের চতুর্থ তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button