আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, গ্রেপ্তার ১

বোমা হামলার শিকার হয়েছেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। খবর: বিবিসি ও জাপান টাইমসের।

শনিবার ওয়াকায়ামা শহরে একটি বক্তৃতায় অংশগ্রহণের আগমুহূর্তে এ ঘটনা ঘটে।

দেশটির সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে ছোড়া বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে কিশিদা অক্ষত রয়েছেন। তাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এ ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে থাকা লোকজন নিরপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বছরের জুলাইয়ে একটি সভায় বক্তব্য দেওয়া সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী মাসে জাপানের হিরোশিমা শহরে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধানের যোগ দেওয়ার কথা। সেই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেকেই রয়েছেন। জি-৭ সম্মেলনের আগে এ ধরনের হামলা আন্তর্জাতিক মহলে জাপানকে অস্বস্তিতে ফেলে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button