আন্তর্জাতিক

জানা গেল চন্দ্রযান-৩ এর বর্তমান অবস্থান

চাঁদকে হাতের মুঠোয় আনতে গত ১৪ জুলাই চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ করে ভারত। দেশটির অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইসরোর এই মহাকাশযান। ইতোমধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করে। মাত্র কয়েকদিন পরেই রহস্যে মোড়া চাঁদের বুকে নামবে ‘বিক্রম’ ল্যান্ডার। কোনরকম যান্ত্রিক ত্রুটি ছাড়া পরিকল্পনা মতোই লক্ষ্যে ছুটে চলেছে চন্দ্রযান-৩।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩ এর দেওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, প্রায় ৪৩ দশমিক ৫ মিটার দৈর্ঘ্যের মহাকাশযানটির গন্তব্য চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। বর্তমানে চন্দ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৪৩৭ কিলোমিটার দূরে অবস্থান করছে এটি। আগামী ১৬ আগস্টে এটি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এরপরেই চন্দ্রাভিযানের ‘সবচেয়ে কঠিন পর্ব’টি অপেক্ষা করছে ইসরোর জন্য; অবতরণ প্রক্রিয়া। এতে প্রোপালশন মডিউল থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার মডিউলটি।
ভারতও যে চন্দ্রপৃষ্ঠে নির্বিঘ্নে মহাকাশযান ল্যান্ডিংয়ে পারদর্শী এর মধ্য দিয়ে তা বিশ্ব দরবারে তুলে ধরবে। পৃথিবীর হিসেবে ১৪ দিন চন্দ্রপৃষ্ঠে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে চন্দ্রযান-৩। ২৬ কিলোগ্রাম ওজনের রোভার ‘প্রজ্ঞান’ চাঁদের ইতিহাস, ভূতত্ত্ব এবং সম্পদের সম্ভাবনাসহ এর পরিবেশ নিয়েও বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে।

Related Articles

Leave a Reply

Back to top button