রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আমিনুল হক

একটি গোষ্ঠী সংষ্কারের নামে জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, তারা ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। যার মাধ্যমে মূল কাঠামো ঠিক না করে রাষ্ট্র ভেঙ্গে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশের সামগ্রিক শৃঙ্খলা ফিরবে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বারিধারা জি ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোট নিয়ে জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আগে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি প্রস্তর ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, ‘আপনার ঘরের খুঁটিই যদি ঠিক না থাকে তাহলে আপনি কিভাবে ঘর বানাবেন। আগে ঘরের খুঁটি ঠিক করতে হবে, তারপর ঘর বানাতে হবে।’
এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের থাকা স্বৈরাচারের দোসরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যার কারণে জাতির কাঙ্খিত ভোটাধিকার এখনো ফিরে পায়নি। দেশের সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ এখন ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। জনগণের সরকারের মাধ্যমে এ দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button