জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রস্তাব গৃহীত

শামিমা আক্তার দোলা : জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। এতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমে চলমান সংকট সমাধানের আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৬ মার্চ) জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে এ প্রস্তাবটি গৃহীত হয় মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায়। প্রস্তাবে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি এবং ভবিষ্যৎ কার্যক্রমের কাঠামো ও পদ্ধতি নির্ধারণ করা হয়।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রস্তাবটির পক্ষে উন্মুক্ত বিতর্ক অধিবেশনে বক্তব্য রাখেন এবং ভোটের আহ্বান জানান। রাশিয়া কয়েকটি সংশোধনী প্রস্তাব তুললেও বাংলাদেশ তা গ্রহণ করেনি।
সাধারণ পরিষদের সভাপতি ভোট আহ্বান করলে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কেউ বিপক্ষে ভোট না দিলেও ১০টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।
এই প্রস্তাব গৃহীত হওয়াকে রোহিঙ্গা সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, বাংলাদেশ আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে একটি বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে—যার জন্য এটি সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।


