আন্তর্জাতিক

জাতিসংঘকে সহিংসতার সব ঘটনা তদন্তের আহ্বান আইসিএসএফের

বাংলাদেশে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া সহিংসতার সব ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ)।

এসব ঘটনায় কিছু বিষয়ে উদ্বেগ ও পরামর্শ তুলে ধরে শনিবার (১৭ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ককে একটি খোলা চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও ন্যায়বিচারের পক্ষে কাজ করা লন্ডনভিত্তিক সংগঠনটি।

এতে বলা হয়, ‘যেহেতু ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করা জাতিসংঘের লক্ষ্য, সেহেতু আমরা বিশ্বাস করি, এই তদন্তের ক্ষেত্রে ৫ আগস্টের আগে-পরে সব ঘটনা যেন দেখা হয়।’

এছাড়া, চিঠিতে শিক্ষার্থীদের হত্যার পাশাপাশি সাধারণ নাগরিক, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও হত্যা, সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দলের কর্মীদের ওপর প্রতিশোধমূলক আক্রমণ ও হত্যা, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, সাংস্কৃতিক ও ঐতিহ্যের ওপর হামলা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যম ও বিচারিক স্বাধীনতার ওপর হামলা, নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের নেতাদের ওপর হামলা প্রভৃতি বিষয়ে নজর দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘের কারিগরি দল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইসিএসএফ।

Related Articles

Leave a Reply

Back to top button