জাতীয়

জাতির পিতার সমাধিতে ভিয়েতনামের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত সিয়েন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত সিয়েনের স্ত্রী মিসেস ফাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মি. এ্যান, বরিশালের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মাস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশের নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত বঙ্গবন্ধু সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Related Articles

Leave a Reply

Back to top button