বিনোদন

জাকজমক আয়োজনে সন্তানের প্রথম জন্মদিন পালন করলেন পরীমণি

দেখতে দেখতে এক বছর পূর্ণ করলো ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। ১0 আগষ্ট বৃহস্পতিবার সন্তানের প্রথম জন্মদিন স্মরনীয় করে রাখতে কোনো রকম কার্পণ্য করেননি পরীমণি। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, সন্তানের প্রথম জন্মদিনে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি।
পরীমণি বলেন, ‘আমি অনেক কষ্ট করে এই অর্থ জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’
তিনি বলেন, ‘রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়েছি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’
রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বসেছিল রাজ্যের জন্মদিনের আসর। রাত সাড়ে নয়টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি। ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি অভিনেত্রীর আত্মীয়স্বজনও হাজির হন জমকালো এই আয়োজনে।

Related Articles

Leave a Reply

Back to top button