আন্তর্জাতিক

জলে ভাসলো ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী

জলে ভাসলো ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’। শুক্রবার রণতরীটি আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোচিতে তরীটি নৌবাহিনীর হাতে তুলে দেন। এ সময় নৌবাহিনীর নতুন পতাকাও উত্তোলন করা হয়।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রণতরীটি নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম  এবিপি।

জানা গেছে, আইএনএস বিক্রান্তের উচ্চতা ২৬২ মিটার, চওড়া ৬২ মিটার এবং ওজন ৪৫ হাজার টন। দেশে তৈরি সবচেয়ে বড় রণতরী এটি। এ রণতরী বা যুদ্ধজাহাজে প্রায় ১৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। যুদ্ধজাহাজটিতে ৩০টি বিমান ওঠানামা করতে পারবে। মিগ-২৯ কে-এর মতো যুদ্ধবিমানও ওঠানামা করার সুবিধা আছে তরীটিতে। এটি তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার কোটি ভারতীয় রুপি। এক দশকেরও বেশি সময় ধরে এ রণতরী নির্মাণের কাজ চলে। গত বছরের আগস্টে  সি ট্রায়াল শুরু করে রণতরীটি।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, এর পরীক্ষামূলক প্রক্রিয়া সফল হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button