জাতীয়
জলবায়ূ অভিযোজন সমাধান খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর।

আগাম জলবায়ু অভিযোজন সমাধানের উপায় উদ্ভাবনে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা থেকে এক ভিডিও কনফারেন্সে ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’এর নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকায় কমিশনের নতুন অফিস বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের নতুন প্রচেষ্টা ও ধারণার সঙ্গে সমন্বয়ে সহায়তা করবে বলে আশাপ্রকাশ করেন শেখ হাসিনা। বিশ্ব নেতৃবৃন্দ, সরকার ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে জলবায়ু অভিযোজনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া সমাধানের উপায় উদ্ভাবনে সম্মিলিতভাবে কাজ করারও আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।