আন্তর্জাতিক

জর্জিয়া স্টেট আওয়ামী লীগের নতুন কমিটি

যুক্তরাষ্ট্র জর্জিয়া স্টেট আওয়ামী লীগ-এর ত্রি-বার্ষিক সন্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ রহমান। আর বিপুল জনসমর্থন নিয়ে সাধারণ নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা নুরুল তালুকদার নাহিদ।

গত ১২জুন (রবিবার) মধ্যরাতে জর্জিয়ার স্থানীয় একটি হোটেলে অনেক নাটকীয়তার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, সহ-সভাপতি ড. মোহাম্মদ আলী মানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মহি উদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, জর্জিয়া আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান, সাবেক সভাপতি এম মৌলা দিলু, সাবেক সভাপতি আলী হোসেন, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, বাহার খন্দকার সবুজ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button